অভিনব কায়দায় কলারোয়ায় দিনের বেলায় ছিনতাই
অভিনব কায়দায় প্রকাশ্য দিনের বেলায় সাতক্ষীরার কলারোয়ায় এক ব্যক্তির কাছ থেকে ব্যাংক থেকে উত্তোলনকৃত টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১১টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের মৃত.আবু বকর গাজীর ছেলে আবু তালেব গাজী (৬০) কলারোয়া ইসলামী ব্যাংক থেকে তার জামাতার দুবাই থেকে পাঠানো ৪৪হাজার টাকা উত্তোলন করেন। টাকা গুলি একটি বাজার করা ব্যাগের ভিতরে রেখে তিনি বাইবাইসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কের ওপর ওঠলে কতিপয় ব্যক্তিরা তাকে বলেন, আপনার সাইকেলের পিছনের চাকায় সুতা বেধে গেছে- ছাড়িয়ে নিন। এসময় আবু তালেব গাজী সরল বিশ্বাসে সাইকেল স্ট্যান্ড দিয়ে সুতা ছাড়াতে পিছনের চাকার দিকে ঝোকা মাত্রই ওই ব্যক্তিরা সাইকেলের সামনের হ্যান্ডেলে রাখা ব্যাগে ব্লেড দিয়ে কেটে টাকা গুলি নিয়ে চলে যায়। তালেব গাজী সোজা হয়ে দেখেন তার ব্যাগ কাটা আর টাকা নেই। আবু তালেব গাজী জানান, তার জামাই রুহুল কুদ্দুস দুবাই থেকে কলারোয়া ইসলামী ব্যাংকের মাধ্যমে ৪৪ হাজার টাকা পাঠান। জামাই বিদেশে যাওয়ার সময় জমি বন্দক রাখা ছিলো তাই পাঠানো টাকা দিয়ে জমি ছাড়ানোর জন্য ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় তিনি বারবার মুর্ছা যাচ্ছিলেন। এ ব্যাপারে কলারোয়া থানার এসআই আইনুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এবিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। এদিকে, প্রায় একই সময়ে কলারোয়া ফুটবল মাঠ এলাকায় উপজেলার নাথপুর গ্রামের আজিবার রহমানের পুত্র আব্দুস সালাম (১৪) নামে এক ছাত্রের কাছ থেকে কতিপয় যুবকরা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
মন্তব্য চালু নেই