অবৈধ হরতাল-অবরোধ বন্ধে হাইকোর্টের নির্দেশ

হরতাল ও অবরোধের নামে সহিংসতা ও নৈরাজ্য বন্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

একই সঙ্গে হরতাল অবরোধ চলাকালে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং হরতাল অবরোধ চলাকালে মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ৪১ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

দু’জন ব্যবসায়ী এ রিট আবেদনটি করেছেন।

আদালতে রিটের পক্ষেশুনানি করেন ব্যরিস্টার এম আমির উল ইসলাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।

এই বিষয়টি সাংবাদিকদের জানান রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট আজহারুল ইসলাম।

হাইকোর্টের এ আদেশ ঘোষণার পরপরই বিএনপি জামায়াতপন্থি আইনজীবীরা হরতালের সমর্থনে মিছিল করেন।



মন্তব্য চালু নেই