অবৈধ স্থাপনা উচ্ছেদে হার্ডলাইনে যাচ্ছে সরকার

অবৈধ স্থাপনা উচ্ছেদে হার্ডলাইনে যাচ্ছে সরকার। এমনটি জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

রোববার সচিবালয়ে আবাসিক এলাকায় অবৈধ ও বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের কার্যক্রম পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লিনিকগুলোকে সময় দেয়া হবে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই