অবৈধ ভিওআইপি: ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

অবৈধভাবে আন্তর্জতিক কল আদান-প্রদানে (ভিওআইপি) জড়িতদের পরিচয় বা ঠিকানা দিতে পারলে এক লাখ টাকা পর্য‌ন্ত পুরস্কার ঘোষণা করেছে সরকার।

টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সহকারী সচিব এম রায়হান আখতার স্বাক্ষরিত এক আদেশে বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অবৈধভাবে আন্তর্জাতিক কল আদান-প্রদান দণ্ডনীয় অপরাধ। এ সকল অপরাধীদের পরিচয় বা ঠিকানা দিতে পারলে এবং যথাযথ তদন্তের মাধ্যমে এর সত্যতা প্রমাণিত হলে তথ্যদাতাকে এক লাখ টাকা পর্য‌ন্ত পুরস্কার দেওয়া হবে।

যে কেউ সরাসির ডাক ও টেলিয়োগাযোগ বিভাগের সচিব এবং নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র চেয়ারম্যানের কাছে তথ্য দিতে পারবেন। তথ্যদাতার নাম, পরিচয় ও ঠিকানা গোপন রাখা হবে।



মন্তব্য চালু নেই