অবৈধপথে ভারত প্রবেশকালে ৩ বাংলাদেশি কর্মকর্তা আটক, গন্তব্য ছিল তুরস্ক

অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টার সময় তিন বাংলাদেশি ‘কর্মকর্তাকে’ আটক করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ওই তিন বাংলাদেশিকে সহযোগিতা করার অপরাধে পরে এক ভারতীয় যুবককেও গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (২৩ মে) ত্রিপুরা রাজ্যের পুলিশ তাদের আটক করেছে।

ত্রিপুরার সিপাহিজালা জেলার পুলিশ প্রধান প্রদীপ দে বলেছেন, ‘আমরা গত সোমবার তিন বাংলাদেশি কর্মকর্তাকে আটক করেছি। তাদের বয়স ২৮ থেকে ৩৮’র মধ্যে। তারা সোনামুরা রুট (পশ্চিম ত্রিপুরা) দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালানোর সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে কূটনৈতিক পাসপোর্ট রয়েছে।’

ওই পুলিশ কর্মকর্তা আরো জানিয়েছেন, আটকৃতদের সোনামুড়া জেলে রাখা হয়েছে। তাদের সঙ্গে বিশাল বিশাল সুটকেস ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ। তাদের পাসপোর্টও খতিয়ে দেখা হচ্ছে। ওই তিন বাংলাদেশি ভারতীয় পুলিশকে জানিয়েছেন, তাদের নয়াদিল্লি হয়ে তুরস্ক যাওয়ার পরিকল্পনা ছিল।

এর আগে গত মার্চে ত্রিপুরা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় নারী ও শিশুসহ ৫৮ বাংলাদেশিকে গেপ্তার করা হয়েছিল।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর অধিকাংশই কাঁটাতারের বেষ্টনি দিয়ে ঘেরা। বাকি অংশে রয়েছে পাহাড় ও খাদ।



মন্তব্য চালু নেই