অবিশ্বাস্য ভাবে লাখ টাকারও বেশি দামে বিক্রি হলো এক ইলিশ!
গত বছর পহেলা বৈশাখে দেশের বাজারে এক জোড়া ইলিশ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু এবার বৈশাখের ১৫ দিন বাকি থাকতেই এ দাম যেন সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। বরগুনার পাথরঘাটায় একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে এক লাখ ১৬ হাজার টাকায়! ভাবছেন টাকার অঙ্কে ইলিশের সাইজ হয়তো অনেক বড়! আসলে এর ওজন মাত্র সোয়া কেজি!
বুধবার সকালে বরগুনার পাথরঘাটায় ইলিশ মাছটি প্রকাশ্যে নিলামে বিক্রি হয়। উপজেলার বিএফডিসি পাইকারি মৎস্যবাজারে ওই বাজারের আড়ৎদার আল্লারদান মৎস্য আড়তের মালিক যুগলবাবু মাছটি বিক্রি করেন।
যুগলবাবুর জানান, বরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙ্গা গ্রামের হাচন আলীর চরগড়া জালে মাছটি ধরা পড়ে। হাচন আলী তাদের দাদোন ভোগী হওয়ার কারণে সেখান থেকে তার মাছের গদিতে পাঠালে সকালে প্রকাশ্যে নিলাম দেয়া হয়। তখন ১১ জন পাইকারি নিলাম ডাকে অংশ নিলে পাথরঘাটা চরদুয়ানী মুন্সিরহাট গ্রামের পাইকার জাকির হোসেন ওই দামে ইলিশ মাছটি কিনে নেন।
মন্তব্য চালু নেই