অবিলম্বে ডাকসু নির্বাচন চায় জাগপা ছাত্রলীগ
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2014/11/kyIPdu5.jpg)
অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়েছে জাগপা ছাত্রলীগ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাগপা ছাত্রলীগ আয়োজিত ‘রাষ্ট্রদ্রোহী-আওয়ামী দখলদারমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চাই ও অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবিতে প্রতিবাদী সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাগপা সভাপিত শফিউল আলম প্রধান বলেন, ‘১৯৭১ সালে ইয়াহিয়া ও বাকশালকে ছাত্ররা যেভাবে মোকাবেলা করেছিল ঠিক সেইভাবে জাগপা ছাত্রলীগ বর্তমান অবৈধ সরকারকে মোকাবেলা করবে।’
তিনি বলেন, ‘এই অবৈধ সরকার জাতীয় নির্বাচনে ভোটাধিকার না দিয়ে যেভাবে জনগণের অধিকার হরণ করেছে ঠিক সেইভাবে দেশকে নেতৃত্ব শুণ্য করতে ডাকসু নির্বাচন বন্ধ করেছে।’
শফিউল আলম বলেন, ‘এই অবৈধ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবকিছু তাদের দখলে নিতে চাচ্ছে। এমনকি রাজপথও দখলে নিয়ে আমাদের দলীয় কার্যক্রমে প্রশাসন এবং তাদের ক্যাডার বাহিনী দিয়ে প্রতিহত করার চেষ্টা করছে।’
সংগঠনের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ সভাপতি ইলিয়াস আতাহারী প্রমুখ।
মন্তব্য চালু নেই