অবাক কাণ্ড, স্মার্ট ফোন নিয়ে এ কি তথ্য দিলেন গবেষকরা!

বর্তমান সময়ে স্মার্ট ফোন নেই এমন মানুষের সংখ্যা হাতে গোনা। তবে স্মার্ট ফোন যাদের আছে তাদেরকে একটি প্রশ্ন করার আছে? আপনার ফোনটি আপনি কেন কিনেছেন? এমন প্রশ্ন শুনে হয়তো বা অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কিছুই নেই। কারণ, অনেকেই মোবাইল কেনে কথা বলা, ছবি তোলা, গান শোনা বা সিনেমা দেখার জন্য।

আবার অনেকেই আছেন শুধুমাত্র নেট যেমন : ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসব কাজে ব্যবহারের জন্য। কিন্তু আপনি এর মধ্যে কোনটিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন? বেশিরভাগ মানুষের স্বাভাবিক উত্তর, ফোন কেনা হয়েছে মাত্র ‘ফোন কল করার জন্য’।

কিন্তু আপনি কি জানেন গবেষণা বলছে অন্য কথা, স্মার্টফোন সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে নাকি গান শোনা এবং সিনেমা দেখার কাজে। আমেরিকার এক নতুন গবেষণায় উঠে এসছে এমনই তথ্য।

গবেষণা থেকে প্রাপ্ত তথ্যে দাবি করা হয়েছে, ৬৮% স্মার্ট ফোন ব্যবহারকারীই স্মার্ট ফোন থেকে যে পরিমাণ ফোন কল করেন তার থেকে অনেক বেশি সময় গান শুনতে ব্যবহার করেন।

আরো যেসব তথ্য গবেষণা থেকে পাওয়া গিয়েছে – এক. অ্যাপেল ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তুলনায় বেশি নেটের কাজে ব্যবহার করে থাকেন।

দুই. ট্যাবলেট ফোন ব্যবহারকারীরা সর্বাধিক সময় গান শুনার কাজে ফোনটি ব্যবহার করে থাকেন।

তিন. ৭৫% মোবাইল ব্যবহারকারী প্রতিদিন মোবাইলে গান শোনেন।



মন্তব্য চালু নেই