অবশেষে ১৫ বছরের ছোটকে বিয়ে করলেন ববি ডার্লিং!
অনেক টালবাহানার পর অবশেষে বিয়ে করলেন ববি ডার্লিং। পঙ্কজ শর্মা নামে হিন্দি টেলিসিরিয়ালের এই অভিনেতাকে ববি ডার্লিং নামেই সকলে চেনেন। সেক্স চেঞ্জ করে পঙ্কজ পুরুষ থেকে নারী হয়েছেন। নতুন জীবনে তাঁর নাম পাখি। সম্প্রতি ভোপালের ব্যবসায়ী রামনায়েক শর্মাকে বিয়ে করেছেন ববি।
রামনায়েক ববির থেকে ১৫ বছরের ছোট। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু হাজির ছিলেন তাঁদের রেজিস্ট্রির অনুষ্ঠানে। বিয়ে করার আগে এই খবর গোপন রাখতে চেয়েছিলেন তিনি। বিয়ের পর যুগলের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ববি।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনারা আমাদের আশীর্বাদ করুন। দেখবেন যেন নজর না লাগে।’ ববির বিয়েতে খুশি হিন্দি টেলি জগতের নক্ষত্ররা। বিভিন্ন মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে।
মন্তব্য চালু নেই