অবশেষে বিদ্যুৎ সংযোগ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে অবশেষে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। শনিবার রাত ১০টা ১২ মিনিটে কার্যালয়ে বিদ্যুৎ আসে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার  বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ঢাকা বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ডেসকো।

গত ৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের এই কার্যালয়ে অবস্থান করছেন।

৩০ জানুয়ারি শুক্রবার দিবাগত গভীর রাতে ওই কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ঢাকা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেসকো। শনিবার সকালে টেলিভেশনের ক্যাবল সংযোগ ও ইন্টারনেটের ব্রডম্যান সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বর্তমানে নিজস্ব জেনারেটরে বিরতি দিয়ে কার্যালয়ের ভেতরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

কার্যালয়ে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ, নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মজিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ নেতৃবৃন্দ।



মন্তব্য চালু নেই