অবশেষে চালু হলো রাবির বাস

বিএনপি নেতৃত্বাধীন অবরোধের কারণে ১০৫ দিন বন্ধ থাকার পর অবশেষে বুধবার থেকে চালু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাস। এদিন সকাল সোয়া ৮টা ও সোয়া ২টায় বিশ্ববিদ্যালয় থেকে বাস ছেড়ে যায়। অবরোধের তেমন কোনো প্রভাব না থাকার পরও বাস পুরোপুরি চালু না হওয়ায় ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।

রাবির পরিবহন দফতর থেকে জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করেছে। তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি ও দেশের চলমান হরতাল-অবরোধের কারণে টানা ১০৫ দিন রাবির কোনো বাস চলেনি। এরপর গত রোববার বাস চালু হওয়ার কথা থাকলেও যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির কারণে নাশকতার আশঙ্কায় তা বন্ধ রাখা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বুধবার প্রাথমিকভাবে তিনটা রুটে বাস চালু করা হয়েছে।

এ ব্যাপারে রাবির পরিবহন দফতরের প্রশাসক অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান বলেন, দেশের চলমান রাজনৈতিক অবস্থারর কারণে বাস চলাচল বন্ধ ছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে দিনের দুই সময়ে গাড়ি যাওয়া-আসা করবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিয়ম বহাল থাকবে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই