অবশেষে গুগলের মরু অভিযান চালু হলো (ভিডিও)

মানচিত্র তৈরি করতে এ পর্যন্ত বিশ্বের বেশ কিছু দুর্গম অঞ্চলে পাড়ি দিয়েছে গুগল ম্যাপস। তবে অতীতের কোনও অভিযানই লিওয়া মরুভূমির মতো চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি।

তুষারে মোড়া অগম্য পর্বতাঞ্চল, সূর্যের আলো পৌঁছয় না, এমন গহীন অরণ্য অথবা যোগাযোগের আওতার বাইরে থাকা অজানা দ্বীপভূমি; কোথায় না পাড়ি দিয়েছে গুগল।

উদ্দেশ্য, এলাকার বিস্তারিত মানচিত্র নির্মাণ। এ কাজে অনেক সময়েই নিছক উপগ্রহ চিত্রের উপর নির্ভরশীল না হয়ে সরেজমিনে অঞ্চল পরিদর্শনে যাওয়া দস্তুর মেনে এসেছে গুগল ম্যাপ। সম্প্রতি আরব আমিরশাহীর প্রত্যন্ত লিওয়া মরুভূমির মানচিত্র তৈরির কাজে হাত দেয় সংস্থা।

এ কাজে ব্যবহার করা হয় ৩৬০ ডিগ্রি ছবি তোলার জন্য বিশেষ ‘ট্রেকার’ ক্যামেরা। মরুভূমির চরম আবহাওয়ায় ছবির বিকৃতি রুখতে সাহায্য নেওয়া হয় উটের।

মরুভূমির জাহাজের পিঠে ট্রেকার বসিয়ে ৮২-১৩১ ফিট উঁচু বালিয়াড়ি সমৃদ্ধ গোটা এলাকা চষে ফেলে গুগল। ছবি তোলা হয় অঞ্চলের ৫০টি গ্রাম, মরুভূমির কেন্দ্রে অবস্থিত আরব উপদ্বীপ অঞ্চলের বৃহত্তম মরুদ্যান ও রাজধানী আবু ধাবির সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সড়কের।



মন্তব্য চালু নেই