অবশেষে উইকেট পেল বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। তৃতীয় দিনে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৭৭ রান। স্বাগতিকদের চেয়ে তারা পিছিয়ে রযেছে ৫৫ রানে। সর্বশেষ আউট হয়েছেন আজহার আলী (৮৩)।
তৃতীয় দিনেও দারুণ শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটম্যান মোহাম্মদ হাফিজ ও আজহার আলী। কিন্তু তাদের আর ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি বাংলাদেশ। আজহারকে (৮৩) সরাসরি বোল্ড করে এই জুটি ভেঙেছেন শুভাগত। দ্বিতীয় উইকেটে হাফিজ-আজহার জুটি করেছে ২২৭ রান।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ১ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছিল পাকিস্তান। সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ হাফিজ (১৩৭*)। আর আজহার আলীও করেছেন হাফসেঞ্চুরি (৬৫*)। হাফিজ ও আজহার দু’জনেই অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : প্রথম ইনিংস, ৩৩২/১০, ১২০ ওভার (মুমিনুল ৮০, ইমরুল ৫১, মাহমুদউল্লাহ ৪৯, সৌম্য ৩৩, মুশফিক ৩২, সাকিব ২৫, তামিম ২৫; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬) ।
মন্তব্য চালু নেই