অবশেষে আশ্রয় পাচ্ছে ভাসমান অভিবাসীরা (বাংলাদেশীর করুণ ভিডিও)
সাগরে ভাসমান বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের সাময়িক ভিত্তিতে আশ্রয় দেবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। বুধবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সম্মত হয়েছে দেশ দুটি।
সাগরপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াগামী হাজারো অভিবাসী নিরুদ্দেশ নৌকায় ভাসছে। আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালিতে ভাসতে থাকা এসব অভিবাসীর জীবন ভয়ানক ঝুঁকিতে পড়েছে। খাবার ও পানীয় জলের তীব্র সংকটে রয়েছে তারা। মাঝে মাঝে মৃত্যুর সংবাদও আসছে। এই অবস্থায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার আশ্রয় দেওয়ার এই উদ্যোগ প্রাণে বাঁচাবে হাজার হাজার সাগরভাসা অভিবাসীকে।
কুয়ালালামপুরে অনুষ্ঠিত থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মানবিক বিবেচনায় অস্থায়ী ভিত্তিতে সাগরে ভাসমান অভিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়টি নিষ্পত্তি হয়।
বৈঠক শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান জানিয়েছেন, তার দেশ ও ইন্দোনেশিয়ার নৌবাহিনী ভাসমান নৌকাগুলো যেভাবে তাদের জলসীমা থেকে অন্য অঞ্চলের দিকে ঠেলে দিয়েছে, তা আর হবে না।
তিনি আরো বলেন, ‘এসব মানুষকে আমাদের সাহায্য করা দরকার। এই অবস্থায় শর্ত মেনে অভিবাসীদের আমাদের কূলে ভিড়তে দেওয়া হবে।’
মন্তব্য চালু নেই