অপকর্মের জন্য বিএনপি-জামায়াত জনবিচ্ছিন্ন
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে সরকারের অর্জনকে ম্লান করার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াত জোট। অপকর্মের জন্য ইতোমধ্যে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
শুক্রবার রাঙামাটিতে এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমির হোসেন আমু বলেন, ‘আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সরকারের সফলতার জন্য আর্ন্তজাতিক মহলেও প্রশংসিত হয়েছে।’
তিনি বলেন, ‘ভারতের চেয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় বাংলাদেশ অনেক এগিয়ে আছে। আগামীতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছে সরকার।’
শিল্পমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে দেশের শতকরা ৯০ ভাগ শিল্প ও ব্যবসা এসএমই খাতের আওতাভূক্ত। এ খাত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ৭০ শতাংশই নিয়ন্ত্রণ করে থাকে। শিল্প কর্মসংস্থানের ক্ষেত্রেও এর বিরাট অবদান রয়েছে।’
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রমুখ।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।
মন্তব্য চালু নেই