‘অনেক উল্টাপাল্টা কাজ করেছে গণজাগরণ মঞ্চ’
মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ অনেক সময় উল্টাপাল্টা কাজ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রভাবশালী নেতা নূহ-উল আলম লেনিন।
শনিবার ঢাকা ক্লাবে ‘আবদুল কাদের মোল্লা: যুদ্ধাপরাধ বিচার ও ফাঁসি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, গণজাগরণ মঞ্চের ‘শুরুর দিক থেকে আমি এদের সঙ্গে যুক্ত ছিলাম। কাদের মোল্লাকে ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর তরুণ প্রজন্মের এই আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা সম্ভব হয়েছিল। যে কারণে রাষ্ট্রপক্ষ আপিলের মাধ্যমে কাদের মোল্লার ফাঁসির রায় নিশ্চিত করা সম্ভব হয়েছিল।’
তিনি বলেন, এ সংগঠন পরবর্তীতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারণ গণজাগরণ মঞ্চ সবকিছু যে ভালো করেছে তা নয়। শেষ দিকে তারা অনেক উল্টাপাল্টা কাজও করেছে। তিনি বলেন, আমরা কি তাদেরকে বলেছিলাম পাকিস্তান হাইকমিশনের সামনে গিয়ে বেআইনি জমায়েত করতে? তারা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অনেক স্পর্ধামূলক কথাও বলেছে।’
কাদের মোল্লার বিসয়ে এই বইটি লিখেছেন সৈয়দ জাহিদ হোসেন ও সোনিয়া হক।
অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী কামরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ওয়ার ক্রাইম ফাইন্ডিংস ফ্যাক্টস কমিটির সভাপতি ড. এমএ হাসান প্রমূখ।
মন্তব্য চালু নেই