অনুরোধ রক্ষা না করায় ইউএনওকে লাথি
জেএসসি পরীক্ষার ডিউটিকে কেন্দ্র করে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমাকে লাঞ্ছিত করেছে উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সপেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাস।
রোববার বেলা পৌনে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা জানান, উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সপেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসকে জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষার ডিউটি দেয়া হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে আমার অফিসে আসেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি আমাকে লাঞ্ছিত করেন।
এ বিষয়ে উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সেপেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘আমি ডিউটি বাতিল করার জন্য একাধিকবার অনুরোধ করেছি। অনুরোধ রক্ষা না করায় তাকে স্যান্ডেল দিয়ে ও লাথি মেরেছি। এটা করা আমার ভুল হয়েছে, আমি মাফ চাইছি।’
এ নিয়ে বেলা ১২টার দিকে উপজেলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভা শেষে রমেন্দ্র নাথ বিশ্বাসকে আটক করে ভেড়ামারা মডেল থানা পুলিশ।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান বলেন, ইউএনও স্যারের অভিযোগের ভিত্তিতে রমেন্দ্র নাথকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য চালু নেই