‘অনলাইন পত্রিকার গুরুত্ব বাড়ছে, কাগজের কমছে দিনকে দিন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনলাইন পত্রিকার গুরুত্ব বাড়ছে, কাগজের কমছে দিনকে দিন’। তিনি বলেন, ‘এখন অনলাইন সংবাদপত্রের সংখ্যা বেশি, কাগজের সংখ্যা বা গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে।’

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ৩১ তলা ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’ এর ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সংবাদপত্রের মালিকরাই সম্পাদক হয়ে গেলে তাতে সাংবাদিকতার সমস্যা হয়।

সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সংবাদপত্রের কর্মীদের জন্য ইতোমধ্যে অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হয়েছে।

পরবর্তী ওয়েজ বোর্ড নিয়ে সাংবাদিকদের দাবি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমাদের দেশে তো যিনি মালিক, তিনিই হয়ে যান সম্পাদক। মালিক সম্পাদক হলে সাংবাদিকতার সুযোগটা সেখানে মাঝে মাঝে একটু বাধাগ্রস্ত হয়, তাতে কোনো সন্দেহ নাই । দেশে সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতা নেই বলে সমালোচকদের অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি আসলে সাংবাদিকতার স্বাধীনতা। সেই স্বাধীনতা যদি নাই থাকবে, তাহলে তাদের অভিযোগের কথা কীভাবে প্রকাশ হচ্ছে, সেই প্রশ্ন তোলেন সরকার প্রধান।

তিনি বলেন, সারাদেশে প্রতিদিন সাড়ে সাতশ পত্রিকা প্রকাশিত হওয়ার পাশাপাশি ২৪টি বেসরকারি টেলিভিশন চ্যানেল কাজ করছে। অনুমতি চেয়েছে আরো ৪৪টি।



মন্তব্য চালু নেই