অনলাইনে ডেটিং এর মাশুল

ঝা নামের চীনের জিলিন প্রদেশের ২৩ বছরের এক তরুণী প্রেমে প্রতারণার শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। অনলাইনে খুঁজে পেয়েছিলেন প্রেমিককে। দীর্ঘদিন চলে চ্যাটিং। শুধু অনলাইনে ডেট করে কী আর স্বাদ মেটে না মেয়ের। প্রেমিককে সামনা সামনি না দেখলে কিভাবে চলবে। প্রেমিক হেইলংজিং প্রদেশের প্রেমিকের নাম ‘মো।’ বাড়ির সবাই বারণ করলেও শুনেননি ঝা। দেখা করতে যান নিজের পছন্দের মানুষের সঙ্গে। চলতি বছরের আগস্ট মাসে হেইলংলজিং প্রদেশের মুদানজিং সিটির এক হোটেলে মোর সঙ্গে দেখা করে তাজ্জব বনে যান ঝা। কারণ বয়সে ১০ বছরের ছোট মো। অনলাইন ডেটিংয়ের যে ছবি সে ব্যবহার করেছে সেটাও তার নয়।

এই প্রতারণা মেনে নিতে পারেন না ঝা। তাই সঙ্গে সঙ্গে হোটেলের বারান্দায় ছুটে গিয়ে সাততলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টার করেন। স্থানীরা তাঁকে আটকায়। কিন্তু ঝা চিৎকার করে বলতে থাকেন, ‘অপদার্থ, মিথ্যুক। তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস।’ তরুণীর এমন চিৎকার-চেঁচামেচিতে তৎক্ষণাৎ সেখানে হাজির হয় পুলিশ। তাকে শান্ত করার চেষ্টা করেন তারা। তারপরও কাজ হয়নি। হাতের কাছে থাকা কাচের গ্লাস ভেঙে নিজের কব্জির রগ কেটে ফেলেন ঝা। অচেতন অবস্থা পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।



মন্তব্য চালু নেই