অধিকাংশ মেয়ে নিজের সম্পর্কে এই ১০টি কথা বলে থাকে

অধিকাংশ মেয়ে নিজের সম্পর্কে কোন না কোন ভাবে সমালোচনা করে থাকেন। একটি আন্তর্জাতিক জরিফে বলা হচ্ছে, মেয়েরা কোনো না কোনো কারণে প্রতিদিন গড়ে ৮ বার নিজেকে দোষারোপ করেন। যা খুবই উদ্বেগজনক। গবেষকরা ২ হাজার নারীর ওপর গবেষণা পরিচালনা করেন। এদের সবাই দিনে কয়েকবার নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা করেন। এদের প্রতি ৭ জনের মধ্যে ১ জন সারাদিনই নিজের দোষ বের করতে থাকেন। গবেষণায় বলা হয়, এদের ৮৯ শতাংশ নারী নিজের সম্পর্কে এমন সব নেতিবাচক মন্তব্য করেন যা অন্য কোনো নারীকে নিয়েও বলেন না। অর্থনৈতিক অবস্থাসহ জীবনযাপনের নানা বিষয় এসব নেতিবাচক মন্তব্যের জন্যে দায়ী। এ সকল নারী সরাসরি নিজেদের হেয় করেন। প্রায় ৪৬ শতাংশ নারী সকাল সাড়ে ৯টার আগেই নিজেকে নিয়ে একটা না একটা বাজে মন্তব্য করে বসেন। মেয়েদের এমন কিছু কয়েকটি মন্তব্য এখানে তুলে ধরা হলো।

১. আমি খুব মোটা। আমার চুল মোটেও ভালো না।

২. আমার পেটটা বড় আকারের। আমি যথেষ্ট ব্যায়াম করি না।

৩. অন্য কোনো মেয়ের পাশে আমি রীতিমতো মলিন।

৪. আয়-রোজগার একদম ভালো না। বাজে একটা দিন যাচ্ছে।

৫. প্রশংসা পাওয়ার পরও নিজের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা।

৬. পেছনে সবাই আমাকে নিয়ে কি বলছে তা নিয়ে খালি চিন্তা হয়।

৭. আমি যথেষ্ট স্টাইলিশ না। আমার সঙ্গী আমাকে মনে হয় পছন্দ করে না।

৮. আমি অন্য নারীদের মতো সৃজনশীল ও গোছালো নই।

৯. বন্ধুদের সঙ্গে যতটা সময় দেওয়া উচিত তা দিতে পারছি না।

১০। এই চেহারায় বাইরে যাওয়া যায়?

সূত্র : টাইমস অব ইন্ডিয়া



মন্তব্য চালু নেই