অতিরিক্ত যৌন চাহিদা কীভাবে তৈরি হয় জানলে চমকে উঠবেন

বর্তমানে স্মার্ট ফোনের যুগে সকলের কাছেই সহজলভ্য পার্নগ্রাফি৷ গবেষণা বলছে, যে সমস্ত যুবরা অত্যাধিক পর্ণ দেখে তাদের মধ্যেই বৃদ্ধি পায় যৌন উত্তেজনা৷ ফলে শিশু ও মহিলাদের উপর বৃদ্ধি পাচ্ছে যৌন নির্যাতনের ঘটনা৷অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ মেলবোর্নের একদল গবেষক জানিয়েছেন, যুবদের এই প্রবণতা কমানোর একমাত্র পথ পর্ণ দেখা কমানো ও সেক্স এডুকেশনই শুরু করা৷

গবেষকরা কথা বলেছিলেন বিভিন্ন সামাজিক অবস্থানের ১৪ জন টিনেজারের সঙ্গে৷তারা লক্ষ্য করেছেন যুবদের মধ্যে যৌন বিকৃতি বেড়ে যায় যখন সে নিজেও কোনও ভাবে যৌন অত্যাচারের সম্মুখীন হয়ে থাকে৷তাদের আগের গবেষণায় উটে এসেছিল ছ’বছর বয়সের শিশুরা সবচেয়ে বেশি যৌন অত্যাচারের সম্মুখীন হয় এবং তাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করে থাকে ১২ বছরের টিনেজাররা৷



মন্তব্য চালু নেই