অটোরিকশা ধর্মঘট স্থগিত

রাজধানীতে সিএনজি অটোরিকশা ধর্মঘট স্থগিত করা হয়েছে। সাত দিনের মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাসে বুধবার ধর্মঘট স্থগিত করেন সিএনজি অটোরিকশা মালিকরা।

দুপুরে রাজধানীর এলেনবাড়ীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এক বৈঠকে বিআরটিএ চেয়ারম্যানের আশ্বাস পেয়ে আগামী ৮ জুন পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়।

এর মধ্যে দাবি পূরণ না হলে ৯ জুন থেকে আবারও ধর্মঘট করা হবে বলে জানিয়েছেন অটোরিকশা মালিকরা। এর আগে সিএনজি অটোরিকশার মেয়াদ ১৫ বছর করার দাবিতে মঙ্গলবার থেকে রাজধানীতে ধর্মঘট শুরু হয়।

বুধবার সকাল থেকে কিছু ব্যক্তিগত অটোরিকশা চলতে দেখা গেলেও ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশার সংখ্যা ছিল খুবই কম। সিএনজিচালিত অটোরিকশার মেয়াদ ১১ থেকে ১৫ বছর করাসহ তিন দফা দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে টানা ৭২ ঘণ্টা ধর্মঘট পালন করার ঘোষণা দেয় ঢাকা মহানগর সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ।



মন্তব্য চালু নেই