অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে বস্তিতে আগুন

গাজীপুরের টঙ্গীতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরিত হয়ে আগুন ধরে ছোট পোশাক কারখানাসহ কয়েকটি দোকান-পাট ও বসতঘর পুড়ে গেছে। টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তিতে সোমবার রাত পৌনে ৩টার দিকে আগুন লাগে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ওই বস্তির নুরু মিয়ার অটোরিকশার গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরিত হয়ে আগুন লেগে পাশের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।

আগুনে গ্যারেজের পাশে থাকা চারটি ঝুটের গুদাম, একটি মিনি পোশাক কারখানা, পাঁচটি ছোট বসতঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা সেলিম মিয়া। তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে কেউ দগ্ধ হয়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই