অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মুক্তিযোদ্ধা নিহত
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আফতাব উদ্দিন (৬৫) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাত ১০টার দিকে নিহতের শ্যালক জামান ও মেয়ের জামাই ঢামেক মর্গে এসে লাশ শনাক্ত করেন।
মেয়ের জামাই জাহিদ জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণখান আইনুছবাগের বাসা থেকে মুক্তিযোদ্ধা ভাতা তুলতে আফতাব উদ্দিন গাজীপুরের শ্রীপুরে যান। এরপর সারাদিন তার কোনো খোঁজ খবর মেলেনি। বিকেল সাড়ে ৫টার দিকে সেলিম নামের এক ব্যক্তি তার মেয়ের কাছে ফোন করে জানায়, তাকে অচেতন অবস্থায় অবস্থায় গুলিস্তানে পাওয়া গেছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সেলিম নিহতের মেয়েকে বলে আপনারা হাসপাতালে আসেন। তারপর হাসপাতালে এসে তারা লাশ শনাক্ত করেন।
ঢামেক ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে তার কাছে থাকা চার মাসের ভাতা ৪০ হাজার টাকা নিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আফতাব উদ্দিনের গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে।
মন্তব্য চালু নেই