অজ্ঞানপার্টির কবলে মাছ ব্যবসায়ি

অজ্ঞানপার্টির কবলে পড়ে এক মাছ ব্যবসায়ি টাকা খুইয়েছেন। যাত্রিবাহী বাসে যশোরের নাভারণ থেকে কলারোয়ার ব্রজবক্সে মাছ কিনতে আসার পথে বুধবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাছ ব্যবসায়ি রাজশাহী জেলার বাবুচা থানার তব গ্রামের সজীবউদ্দিনের ছেলে দবীরউদ্দিন(৪০)কে বাসের অপর যাত্রী আজ্ঞানপার্টির দুই সদস্য ভাজা খেতে দিয়ে অচেতন করে। পরে কৌশলে দবিরউদ্দীনের পকেটে থাকা ৫হাজার টাকা নিয়ে তারা চম্পট দেয়।
পরে বিষয়টি বুঝতে পেরে অচেতন অবস্থায় অন্য যাত্রীরা দবিরউদ্দীনকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই