শেখ হাসিনার সঙ্গে মমতার বৈঠক
অচিরেই তিস্তার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত
অচিরেই তিস্তা চুক্তির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হবে বলে আশ্বস্ত করেছেন সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
শনিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন তিনি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তির বিষয়েও পশ্চিমবঙ্গের আপত্তি নেই বলে জানান তিনি।
গণভবনে ওই বৈঠকে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টা দিকে গণভবনে পৌঁছান মমতা।
প্রধানমন্ত্রী মমতার সম্মানে গণভবনে মধ্যাহ্ন ভোজের আয়োজন করনে। বেলা সোয়া ২টার দিকে তিনি গণভবন থেকে বের হন।
গত বৃহস্পতিবার রাতে তিনদিনের সফরে বাংলাদেশে আসেন মমতা।
মন্তব্য চালু নেই