সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ শিক্ষার্থী আফরিদার অকাল মৃত্যু

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী আফরিদা আহমেদ (২০) নিহত হয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার এ অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়সহ সহপাঠীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, সোমবার বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেটকারে গুলশানে বাড়ি ফিরছিলেন আফরিদা। উত্তরা দিয়ে যাওয়ার পথে পেছন থেকে একটি মিনিবাস আফরিদার গাড়িকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাকে বসুন্ধরা অ্যাপোলো হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিহত আফরিদা আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা বেনজির আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য।

ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শাহাজাহান বলেন, আজ (মঙ্গলবার) বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে আফরিদার মরদেহ দাফন করা হবে।



মন্তব্য চালু নেই