সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু
সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে দু’ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার আলীপুর হাটখোলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর জেলার কেশবপুর উপজেলার ছোট পাতরা গ্রামের আহাদ বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন (২৩) ও সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামের নবাব আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫)। আহত শ্রমিক হলেন তালা উপজেলার কুমিরা গ্রামের মফিজুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (২৪)। পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার শঙ্কর কুমার দাস জানান, শুক্রবার সকালে ২১ জন শ্রমিক সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর হাটখোলা নামক স্থানে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ করছিল। এ এমন সময় ৩৩ হাজার ভোল্টেজের তারে আকর্ষণে বেল্লাল, শফিকুল ও কামরুল খুঁটির উপর থেকে রাস্তায় পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় দুপুর ১২টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মারুফ হোসেন বেল্লাল ও শফিকুলকে মৃত বলে ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই