শাকিব খানকে স্বীকৃতি দিলো ফেসবুক

অবশেষে শাকিব খানকেও স্বীকৃতি দিলো ফেসবুক কতৃপক্ষ। ২৬ মে রাতে এই অভিনেতার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজ ভেরিফাইড করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ফেসবুক আমাকে সম্মান জানিয়েছে। এতে আমি আনন্দিত। ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’
সম্প্রতি শাকিব খান অসুস্থ হয়ে যান। সে কারণেই তিনি অভিনয় থেকে বিরত আছেন। শারিরিক বিশ্রামের স্বার্থে নিজেকে সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছেন। ঈদে ‘লাভ ম্যারেজ’ ও ‘মেন্টাল’ ছবি দুটি মুক্তি পাবার কথা রয়েছে।
ভেরিফাইড লিংক দেখুন :
https://www.facebook.com/teamshakibkhan?__mref=message_bubble

































মন্তব্য চালু নেই