শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ

শান্তিপূর্ণভাবে পবিত্র শবে বরাত পালন নিশ্চিত করতে ওই রাতে রাজধানীতে আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
একই সঙ্গে ওই রাতে ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্যসহ অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ১১ মে রাতে পবিত্র শবে বারত পালন করা হবে। ১১ মে সন্ধ্যা ৬টা থেকে ১২ মে ভোর ৬টা পর্যন্ত উল্লিখিত নিষেধাজ্ঞা জারি থাকবে।
« ৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) উপহারে অনিয়ম মামলায় এরশাদ খালাস »
মন্তব্য চালু নেই