মোদিকে অভিনন্দন জানিয়ে হাসিনার ফোন

বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম শাকিল।

শাকিল বলেন, শেখ হাসিনা আজ বাংলাদেশ সময় সকাল ন’টায় ভারতীয় নেতাকে টেলিফোন করেন। তিনি বাংলাদেশের সরকার, জনগণ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে এ অভিনন্দন জানান।

দুই নেতার টেলিফোন কথোপকথনকালে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সবসময় প্রতিবেশী দেশসমুহের সংগে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

প্রধানমন্ত্রী ভারতীয় নেতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

১৬ মে ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়। এতে করে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যে মোদিকে অভিনন্দন জানিয়েছে। খুব শিগগির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি।

এর আগে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের মাধ্যমে মোদিকে শুভেচ্ছা বার্তা পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয় মোদিকে।



মন্তব্য চালু নেই