মিরপুরে দুই কলেজছাত্রীকে লাঞ্ছনাকারী বাবু ৫ দিনের রিমান্ডে

রাজধানীর মিরপুরের বিসিআইসি (বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন) কলেজের দুই ছাত্রীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার জীবন করিম ওরফে বাবুকে পাঁচদিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন শাহআলী থানার উপ-পরিদর্শক অনুজ কুমার সরকার। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রনব কুমার হুই পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার রাতে জীবন করিম ওরফে বাবুকে গ্রেফতার করে র্যাব।
উল্লেখ্য, গত বুধবার সকালে মিরপুরে বাস থেকে নামিয়ে দুই জমজ বোনকে মারধর করে কয়েকজন যুবক। এ ঘটনায় মিরপুরের শাহআলী থানায় শ্লীলতাহানির অভিযোগে জীবন করিম ওরফে বাবুকে আসামি করে ওই ছাত্রীদের বাবা আহসান হাবীব একটি মামলা দায়ের করেন।

































মন্তব্য চালু নেই