মাগুরায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ১০ম শ্রেণীর ছাত্রের নামে মামলা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ৫ মাসের অন্তঃসত্বা করার অভিযোগে হাফিজুর রহমান আপন নামে দশম শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে। ঘটনা ঘটেছে মাগুরা শালিখা উপজেলার দক্ষিণ শরুশুনা গ্রামে। শালিখা উপজেলার দক্ষিণ শরুশুনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে এ মামলা হয়েছে। ভূক্তভোগী মেয়েটি একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত হাফিজুর রহমান আপন মাগুরা শালিখা উপজেলার দক্ষিণ শরুশুনা গ্রামের মুস্তাইন মোল্যার পুত্র ।

অন্তঃসত্বা মেয়েটির পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ করে মেয়েটি পেটে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয় এবং পরবর্তীতে তাকে আল্ট্রাসোনগ্রাফী করার পর ধরা পড়ে সে ৫ মাসের অন্তঃসত্বা। এর পর বাড়ীতে নিয়ে মেয়েটিকে তার মা জিজ্ঞেস করলে মেয়েটি বিস্তারিত খুলে বলেন।

এ ব্যপারে মাগুরা শালিখা থানার ওসি রবিউল হোসেন জানান, আজ মেয়টির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির মেডিকেল চেকআপ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই