বিষফোঁড়ার দায় আ.লীগ নেবে না
সারা দেশের খুন গুমের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল আলম লেনিন বলেছেন, আওয়ামী লীগের ভেতরে কিছু দৃষ্কৃতিকারী বিষফোঁড়া হিসেবে দেখা দিয়েছে, তাদের উপরে ফেলতে হবে। এই বিষফোঁড়ার দায় আওয়ামী লীগ নেবে না।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আওয়ামী বাস্তুহারা লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘আওয়ামী লীগ পচে গেছে’ খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে লেলিন বলেন, ‘আমরা পচেনি। পচে গেছে খালেদা জিয়া, তারেক জিয়া, দল ও তার দলের নেতারা। আওয়ামী লীগ সাধারণ মানুষের হৃদয়ে আছে। এখনো মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভালবাসেন।’
লেলিন বলেন, ‘আমরা বলি না আমাদের দলের সকলেই ফেরেশতা। যারাই অপরাধ করুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের দলে মধ্যে কেউ কেউ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, তাদের স্থান আর দলে থাকবে না।’
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লগের উপ কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, ওলামা লীগের সভাপতি মওলানা ইলিয়াস হোসেন বিন হেলালী, শ্রমিক নেতা আবুল হোসেন প্রমুখ।
মন্তব্য চালু নেই