বরগুনায় অগ্নিকান্ডে দশটি বসত ঘর পুড়ে ছাই, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রিয়াজ আহমেদ মুছা বরগুনা: বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামে ছিন্নমূল দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি আবাসনে শুক্রবার ভোররাতে এক অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৪টি বসত ঘর। এরমধ্যে দশটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বাকী চারটি ঘরের আংশিক পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় অধিবাসীসূত্রে জানা গেছে, এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪০ লক্ষ টাকা। খেজুরতলা আবাসনের সভাপতি মো. হাবিবুর রহমান জানান, রাত তিনটার দিকে আগুনে পোড়ার শব্দ শুনে বাইরে বেড়িয়ে তিনি আগুন দেখে চিৎকার দিয়ে সবাইকে জাগিয়ে তোলেন। ততক্ষনে পুরো আবাসনে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যার্থ হলে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
















 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
মন্তব্য চালু নেই