ফের ভূমিকম্পে কাঁপলো গোটা দেশ

গতকাল শনিবারের পর আজ রোববারও রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ১টা ১২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের কোদারি অঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। আর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক শাহ আলম। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং মাত্রা সম্পর্কে তিনি জানাতে পারেননি।
এদিকে গতকাল ৭ দশমিক ৯ এবং ৬ দশমিক ৪ মাত্রার দু’দফা ভূমিকম্পে দেশের কয়েকটিস্থানে ভবন হেলে পড়ে। আর ভুমিকম্পে বিদ্ধস্ত নেপালে মারা গেছে প্রায় দুই হাজার লোক।
« জেনে নিন কিয়ামতের আলামত…. (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ঢাকা হবে নরক, তবু নড়ছে না টনক »
মন্তব্য চালু নেই