প্রাক্তন সিইসি হুদাকে হাইকোর্টে তলব
প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদাকে আগামী ৩ জুন সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সম্প্রতি একটি অনুষ্ঠানে আদালত নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় তাকে তলব করা হয়েছে।
রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
‘দেশে কোনো আইনের শাসন নেই’ শিরোনামে শামসুল হুদার বক্তব্য একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে আদালত তা আমলে নিয়ে এ আদেশ দেন। আদেশ অনুযায়ী ৩ জুন হাইকোর্টে হাজির হয়ে তাকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।
একই সঙ্গে তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে আনা হবে না, সে মর্মে রুল জারি করেছেন আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদী স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, ডিসি ঢাকা, গুলশান থানার ওসি ও শামসুল হুদাকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মন্তব্য চালু নেই