গারো তরুণী ধর্ষণ
তুষার-লাভলুর ১০ দিনের রিমান্ড আবেদন

চলন্ত মাইক্রোবাসে গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার আশরাফ ওরফে তুষার ও মাইক্রোবাস চালক লাভলুর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।
ভাটারা থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার সকালে আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান।
ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে’র আদালতে বিকেলে এ রিমান্ড শুনানি হবে।
প্রসঙ্গত, ২১ মে রাতে কুড়িল বিশ্বরোড থেকে গারো ওই তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। তরুণীটি যমুনা ফিউচার পার্কে একটি পোশাকের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। এ ঘটনার পর শুক্রবার রাজধানীর ভাটারা থানায় মামলা করেন ওই তরুণী।
এদিকে মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা ও পর্যটন এলাকা কুয়াকাটা থেকে তুষার ও লাভলুকে গ্রেফতার করে র্যাব।
মন্তব্য চালু নেই