‘জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে র্যাব’

দেশের মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে এলিট ফোর্স র্যাব জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক বেনজীর আহমেদ।
আজ শনিবার র্যাবের একযুগ পূর্তি উপলক্ষে সংস্থাটির সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন র্যাবের মহাপরিচালক। তিনি র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী এবং স্বাধীনতার ৪৫তম বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান।
র্যাব ডিজি জানান, জঙ্গিবাদ দমন, মাদক-চোরাচালান রোধ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এসব ব্যাপারে গুরুত্ব দিয়ে আগামীতে কাজ করবে র্যাব।
জঙ্গিবাদ দমনকে র্যাব সবচেয়ে গুরুত্ব দিচ্ছে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, জঙ্গিবাদের কোনো সীমানা। যে দেশই জঙ্গিবাদে আক্রান্ত হবে আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে সহায়তা দেব।
সম্প্রতি কুমিল্লা সেনানিবাসের পাশে সংঘটিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের তদন্তেও কাজ করছে র্যাব। র্যাব প্রধান জানান, রাষ্ট্র তাদেরকে যে তদন্তের দায়িত্ব দেবে তারা সেটাই করবে।

































মন্তব্য চালু নেই