এখন আর হয়না | নাদিম মাহমুদ
এখন আর হয়না
নাদিম মাহমুদ
এখন আর হয়না, খেলা ফুটবল ।
এখন আর বলা হয়না, তাশ খেলবো চল ।
এক সাথে এখন আর, কাটা হয়না ঘাস ।
এক সাথে খেলা হয়না, হলো কতো মাস ।
মা বাবার বকা খেয়ে, খেলতাম সারাদিন ।
সব সময় ছিলাম, টেনশন বিহিন ।
সাইকেল দিয়ে একসাথে ,যেতাম কতদূরে ।
সেই সব কথা গুলো, শুধু মনেপরে ।
বরশি দিয়ে সবায় মিলে, কতো মাছ ধরতাম ।
একসাথে সবায় মিলে, বিলে গুছল করতাম ।
সেই সব দিন গুলো, আসবে কি আর ফিরে ?
যেই সব স্মৃতি আছে আমাদের ঘিরে ?
মন্তব্য চালু নেই