আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ
 
            
                     
                         
       		টিপু সুলতান (রবিন), সাভার(ঢাকা): সাভারের আশুলিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় সহকর্মি আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধের খবর পাওয়া গেছে।
এঘটনায় বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর করেছে শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিলে প্রায় আধা ঘন্টা পর যানচলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে আশুলিয়ার বরৈইপাড়া এলাকায় খাবারের বিরতির সময় মহাসড়ক পাড়াপাড়ের সময় একটি মোটর সাইকেলের ধাক্কায় আহত হন তানজিলা টেক্সটাইলের শ্রমিক নিরঞ্জন চন্দ্র বর্মন।
খবরপেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালায়ও মহাসড়ক অবরোধ করে রাখে।
খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিলে প্রায় আধা ঘন্টা পর মহাসড়কটিতে যানচলাচল শুরু হয়। গুরুতর আহত পোশাক শ্রমিক নিরঞ্জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিরঞ্জন রংপুরের পিরগাছা থানার সোনাররায় গ্রামের মোনরঞ্জন চন্দ্রের ছেলে।
















 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	
মন্তব্য চালু নেই