আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন ১ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রনে
নিজস্ব প্রতিবেদক : সাভারে আশুলিয়ার বসুন্ধরা এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
বৃহস্পতিবার রাত দশটার দিকে আশুলিয়ার বসুন্ধরা এলাকার স্বপন মিয়ার ঝুটের গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় গোডাউনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।
খবরপেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। গোডাউনটিতে কাগজ ও পলিথিনের মতো দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পরায় সব মালামাল পুড়ে গেছে।
প্রাথমিকভাবে আগুনের কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস
মন্তব্য চালু নেই