২৫০ মানবপাচারকারীর নতুন তালিকা প্রকাশ

২৫০ মানবপাচারকারীদের নতুন তালিকা প্রকাশ করেছে কক্সবাজার জেলা পুলিশ। এ তালিকায় স্থানীয় রাজনীতিবিদ ও জনপ্রতিনিধির নাম রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশ এই তালিকা প্রকাশ করে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানিয়েছেন, নরপাচারকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতোমধ্যে ইমিগ্রেশনগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যাতে নদীপথে কেউ পালাতে না পারে সেজন্য কোস্টগার্ডকে নজর রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অভিযান চালিয়ে ৩ মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও টেকনাফ থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলো, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ার আলী আহমদের ছেলে খলিলুর রহমান (৩৮), টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার সুলতান আহমদের ছেলে আবদুস সামাদ (৩৫) ও আবদুল হামিদ (৩০)।



মন্তব্য চালু নেই