হেরেও সিরিজ জয় গেইলদের

ডারবানের কিংসমিড স্টেডিয়ামে ক্রিস গেইল ছিলেন না, ম্যাচে ছিল না ওয়েস্ট ইন্ডিজও। বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষণ আফ্রিকার কাছে ৬৯ রানের বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য তারপরও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ড্যারেন সামি বাহিনী।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মরনে ভ্যান উইকের ঝড়ো ১১৪ ও রিজা হেনড্রিকসের ৪২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। উইন্ডিজের পক্ষে একটি করে উইকেট নেন শেলডন কটরেল, কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো।

এরপর ১৯৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে ১২৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী দলটির পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন লেন্ডন সিমন্স। তিনি ছাড়া সফরকারী দলের আর তিনজন ব্যাটসম্যান মাত্র দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। দক্ষিণ আফ্রিকার ডেভিড টোয়েইস পাঁচটি উইকেট নিয়ে ক্যারিবীয়দের দ্রুত অলআউট করতে বড় ভূমিকা রাখেন।

ম্যান অব দ্য ম্যাচ হন দক্ষিণ আফ্রিকার মরনে ভ্যান উইক। আর সিরিজ সেরা ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।



মন্তব্য চালু নেই