সৌদিতে ৩০ বাংলাদেশি হাজির মৃত্যু

পবিত্র হজ পালন করতে এসে সৌদি আরবে এ পর্যন্ত ৩০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের ২৩ জন মারা গেছেন মক্কায় এবং ৭ জন মদিনায়। নিহতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৬ জন নারী। তাদের বেশির ভাগই হৃদরোগ ও বার্ধক্যজনিত কারণে মারা
হজ মিশনের সূত্রে জানা গেছে, নিহতেরা হলেন মুন্সীগঞ্জের মোহাম্মাদ আক্তার হুসাইন (৬২), ঢাকার খিলগাঁওয়ের ফয়জুল এলাহী (৪৫), ঢাকার সূত্রাপুরের মোহাম্মাদ নুরুদ্দিন আহমেদ (৬৪), কুমিল্লার মুরাদনগরের আসমাত আলী (৭২), রংপুরের তারাগঞ্জের আজিজুল ইসলাম (৬৫), চট্টগ্রাম বন্দরের শামছুন নাহার (৪৬), বগুড়ার শেরপুরের মোহাম্মাদ আব্দুল আজিজ (৫৮) নরসিংদীর রায়পুরার আবুল হাশেম মিয়া (৭০), নোয়াখালীর বেগমগঞ্জের মোহাম্মাদ আব্দুল হক (৬৬), ফেনী সদরের মোহাম্মাদ ইয়াকুব (৫৭), চুয়াডাঙ্গার মোসাম্মাৎ সাহানারা বেগম (৭৭), পাবনার মোহাম্মাদ আলাউদ্দিন (৬১), গাজীপুরের কাপাসিয়ার মোহাম্মাদ জামাল উদ্দিন (৪৩), ফেনীর ছাগলনাইয়ার দিল আফরোজ (৬২), চট্টগ্রাম হালিশহরের নাসিমা আক্তার (৩৮), নোয়াখালী সদরের মোহাম্মাদ নুরুল হোসেন (৬১) নোয়াখালীর চাটখিলের তোফাজ্জল হোসেন (৫৯), রাজশাহীর পবার মোহাম্মাদ শাহ্ জাহান আলী (৭৫), পাবনার চাটমোহরের মোহাম্মাদ আকবার হোসেন (৬২), নরসিংদীর শিবপুরের আবুল কাশেম (৬২), চট্টগ্রামের সাতকানিয়ার আমিন উল্লাহ (৭৯), কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদ সাদেক (৭৪) সিরাজগঞ্জের মোহাম্মদ ফয়েজ উদ্দিন (৭৪), সিরাজগঞ্জের তাড়াশের মোহাম্মদ মতিউর রহমান (৬৪), নেত্রকোনার আটপাড়া উপজেলার মোহাম্মদ ইব্রাহিম (৯২), নওগাঁর পরশার ফিরোজা বেগম (৬৫), ঢাকা খিলক্ষেতের শাহাবুদ্দিন মিয়া (৬৯), পিরোজপুর সদরের শাহজাহান সিকদার (৭১), ফেনীর ফুলগাজীর আব্দুস সালাম (৭৭), চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরের মাসুদা খাতুন (৮২)।



মন্তব্য চালু নেই