হজ প্যাকেজ অনুমোদন

মন্ত্রিসভায় সিটি করপোরেশন অধ্যাদেশ অনুমোদন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (সংশোধন) আইন এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএসপিডি) আইন-২০১৪ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এছাড়া স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অধ্যাদেশ, ২০১৪ এর খসড়াও অনুমোদন দেয়া হয় সভায়।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ দুটি আইন ও একটি অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূইঞা সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

হজ প্যাকেজ মন্ত্রিসভায় অনুমোদন:

হজ প্যাকেজ মন্ত্রিসভায় অনুমোদন

হজ প্যাকেজ-২০১৫ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম প্যাকেজ ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা এবং দ্বিতীয় প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।

আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় হজ প্যাকেজ-২০১৫ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়।



মন্তব্য চালু নেই