সাঈদীর আমৃত্যু কারাদণ্ড

হরতাল : বৃহস্পতি চলছে, রোববার আবারো

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ১৯ শে সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল পালন করছেন তারা। ২১ শে সেপ্টেম্বর রোবববার আবারো ভোর ৬টা থেকে ২২ সেপ্টেম্বর সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল ডাকা হয়েছে।
বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বৃহষ্পতিবার দেশব্যাপী ঢিলেঢালা হরতাল পালিত হচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানিয়েছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাঈদীর রায়ের পর এই ঘোষণা আসে।

শুক্রবার সারাদেশে দোয়া ও শনিবার দেশব্যাপী বিক্ষোভেরও ডাক দেওয়া হয়েছে।

এর আগে বুধবার সকালে দেলাওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা সাঈদীর আপিল মামলার চূড়ান্ত রায়ে সাজা কমিয়ে তাকে এ দণ্ডাদেশ বহাল রাখা হলো।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। অন্য ৪ বিচারপতি হচ্ছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

আপিল বিভাগের রায়ে প্রমাণিত হয়েছে সাঈদীর বিরুদ্ধে ৫টি অভিযোগ। এর মধ্যে ৩টিতে (১০, ১৬ ও ১৯ নম্বর) সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমৃত্যু, একটিতে (৮ নম্বর) ১২ বছর ও একটি অভিযোগে (৭ নম্বর) ১০ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে সাঈদীকে।



মন্তব্য চালু নেই