সবার ওপরে ধোনি

আবারো বসন্তের দিনে মহেন্দ্র সিং ধোনি।

এই কয়েক দিন আগে টিম ইন্ডিয়া টেস্টে ইংলিশদের হাতে আগ্রাসী স্টিম রোলারের নিচে চাপা যাচ্ছিলো। তখন সমালোচনার বানে বিদ্ধ হতে হচ্ছিলো মাহিকে। কিন্তু রঙিন পোশাকের ক্রিকেটে ফিরতেই ফের চিরচেনা রূপে তারা। তাই ইংল্যান্ডে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা দলের নাম ভারত।

৫০ ওভারের ক্রিকেটে ভারতের ছড়ি ঘোরানোর সময় আনন্দের সুবাতাস ধোনির হাত ধরেও। কারণ, ভারতীয় ক্রিকেটের প্রধান সেনাপতি দারুণ এক রেকর্ডের মালিক হলেন শনিবার। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিং করার নজির গড়েন ‘ঝাড়খণ্ডের নবাব’। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে।

এখন ৩৮২টি ম্যাচ খেলে ১৩১টি স্টাম্পিং করে মহেন্দ্র ধোনি এখন সবার শীর্ষে। লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে এই কীর্তির ভাগিদার হন ভারত অধিনায়ক। শনিবার আম্বাতি রায়ডুর বলে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুককে স্টাম্পিং করে বিশ্ব রেকর্ডের মালিক হন ধোনি।



মন্তব্য চালু নেই