সন্ধ্যার মধ্যে বর্ষবরণ শেষ করার আহ্বান

রাজধানী ঢাকাসহ সারাদেশে বর্ষবরণ অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে সমাপ্ত করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার বিকেল সাড়ে ৫টায় রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি দেখতে এসে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্ষবরণ অনুষ্ঠান নিরাপত্তার জন্যে রমনা বটমূল ও রবীন্দ্র সরোবরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। কোনো ধরনের নাশকতার আশঙ্কা আমরা করছি না। নববর্ষ বাঙালির অনুষ্ঠান। রমনা বটমূলে আসা সকল দর্শনার্থীদের ফুল ও বাতাসা দিয়ে স্বাগত জানানো হবে।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে জঙ্গী হামলার কোনো আশঙ্কা নেই। জনগণ জঙ্গি ও নাশকতাকারীদের ধরে আমাদের হাতে দিচ্ছে। এদেশে জঙ্গিরা আর কখনও মাথাচাড়া দিবে না।



মন্তব্য চালু নেই