রাণীশংকৈলে সার্বজনীন সারদীয় দূর্গোৎসব পালনে প্রস্তুতিমুলক সভা

সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁও:  আসন্ন সার্বজনীন সারদীয় দূর্গোৎসব সুষ্ঠভাবে উৎযাপনের লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর সকালে মঙ্গলবার ১০ টায় রাণীশংকৈল উপজেলা হোলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইনুল হক মাস্টার, উপজেলা চেয়ারম্যান সইদুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান, মাহফুজা বেগম পুতুল, উপজেলা পূজা কমিটির সভাপতি দিজেন্দ্র রায়, সাধারণ সম্পাদক সাধন বসাক, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সভাপতি সম্পাদক ও সদস্যবৃন্দ।

বক্তরা শারদীয় দূর্গাপূজা উৎসব চলাকালে শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা কমিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। থানা অফিসার ইর্ন্চাজ রেজাউল করিম বলেন, পূজা শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ তদারকি বাড়ানো হবে। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলেই হবে না পূজা মন্ডপ এলাকায় নিজেস্ব তদারকি ও স্বেচ্ছাসেবী বাহিনী নিয়োগ দিতে হবে।

শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠান সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। জানা গেজে উপজেলায় ৫১টি পূজা মন্ডপ অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই